বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘‘সমন্বিত স্বাস্থ্য-পুষ্টি ও কৃষি বিষয়ক’’ প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রামীণ মহিলা সমন্বিত পুষ্টি প্রকল্প ট্রাস্ট এর আওতায় ‘সমন্বিত স্বাস্থ্য-পুষ্টি ও কৃষি বিষয়ক’ কর্মসূচির উদ্বোধনী (০৮ এপ্রিল ২০১৯) সোমবার জিটিআই এর ডরমেটীরতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ জহির উদ্দিন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র(বাউএক) পরিচালক, প্রফেসর ডঃ মোঃ গোলাম ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাউএক এর অতিরিক্ত পরিচালক, আফরোজা বেগম।
উল্লেখ্য, তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ভাবখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন ছাত্রী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউএক এর উপ-পরিচালক ড. এনামুল হক সরকার।
Publish Date : 08 Apr, 2019