logo Bangladesh Agricultural University (BAU)
Webmail |  Login
এটুআই “উদ্ভাবকের খোঁজে সিজন-২” রিয়েলিটি শো এর ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত , আবেদনের শেষ তারিখ ১৬.০৪.২০১৯

এটুআই “উদ্ভাবকের খোঁজে সিজন-২” রিয়েলিটি শো এর ক্যাম্পেইন কর্মশালা  ৯.০৪.২০১৯ তারিখে  বাউরেস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়|


উক্ত অনুষ্ঠানে এটুআই  HD মিডিয়ার  প্রতিনিধি  হিসাবে উপস্থিত ছিলেন-
 - ফাতেমা আক্তার জুম্কি
 - মাহবুবা ইসলাম বহি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থাকে-

প্রফেসর ড. মো: ছুলায়মান আলী ফকির
ছাত্র বিষয়ক  উপদেষ্টা, বাকৃবি

প্রফেসর ড. মো: আব্দুল আউয়াল
পরিচালক, আইসিটি সেল, বাকৃবি

প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী
প্রফেসর, পোলিটি বিজ্ঞান বিভাগ, বাকৃবি

শেখ মহিউদ্দিন আহাম্মেদ
স্টাফ রিপোর্টার, চ্যানেল আই, ময়মনসিংহ

মো: এনামুল হক মনি ,  ছাত্র ,কৃষি অনুষদ   অনুষ্ঠানটির উপস্থাপক হিসাবে  ছিলেন |

আগামী ১৬.০৪.২০১৯ পর্যন্ত যে কোন বয়সের উদ্ভাবকই একক অথবা দলগত ভাবে  আবেদন করতে পারবে | একটি দলে সর্বোচ ৪ জন থাকতে পারবে |
২৬.০৪.২০১৯ তারিখে আবেদনকারীদের  মধ্য থাকে বাছাইকৃতদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে |

আবেদনের ঠিকানা-  http://www.challenge.gov.bd/udvaboker-khoje

Publish Date :  09 Apr, 2019