logo Bangladesh Agricultural University (BAU)
মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন

 

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি ফুড সেফটি ম্যানেজম্যান্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে কৃষি অনুষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার্থীরা ফুড সেফটি বিষয়ে গবেষণা ও উচ্চ শিক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র সহায়তা করছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। মতবিনিময় সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড. জসিম উদ্দিন খান, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. জহির উদ্দিন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির, ফুড সেফটি ম্যানেজম্যান্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. আলমগীর হোসেন, FAO এর বাংলাদেশের নিরাপদ খাদ্য প্রকল্পের প্রধান নুরুল আফসার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ্য USAID ও FAO 'র কারিগরি সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফুড সেফটি ম্যানেজমেন্ট বিষয়ে চার বছর মেয়াদী অনার্স কোর্সটি এ বছরই চালু হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত আজ ও আগামীকাল ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলে জানা গেছে। 

Publish Date :  24 Apr, 2019