logo Bangladesh Agricultural University (BAU)
বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠিত

 

গত ২৬ সেপ্টেম্বর, ২০১৯ (বৃহস্পতিবার)  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ আয়োজিত আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা- ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান । প্রধান অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। পড়াশুনার পাশা পাশি সহ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার প্রয়োজন আছে , তবে সেই সাথে অবশ্যই খেলার নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হবে।

ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ডীন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ এবং প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। প্রতিযোগিতার ১ম পর্বে কৃষি অনুষদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের খেলা অনুণ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Publish Date :  29 Sep, 2019