logo Bangladesh Agricultural University (BAU)
ড. গওহর রিজভী’র বাকৃবি পরিদর্শন

 

মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী গত (৫ নভেম্বর ২০১৯) মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন এবং এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান এর সঙ্গে তার বাস ভবনে সৌজন্য সাক্ষাত করেন। এসময় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণার নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মিসেস ভাইস-চ্যান্সেলর,বাউরেস এর পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান, প্রক্টর প্রফেসর ড. আজহারুল হক, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও বোটানিক্যাল গার্ডেন এর কিউরেটর প্রফেসর ড. কে এম. জাকির হোসেন, কীটতত্ত বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দিন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. আজহরুল ইসলাম, মাননীয় উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ আল-আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ময়মনসিংহ এর মোঃ জাহাঙ্গীর আলম, বাকৃবি জনসংযোগ ও প্রকাশনা এর উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু প্রমুখ। পরে ড. গওহর রিজভী বোটানিক্যাল গার্ডেন ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন  ও সেখানে একটি আম গাছের চারা রোপন করেন।

Publish Date :  06 Nov, 2019