logo Bangladesh Agricultural University (BAU)
শোক ও শ্রদ্ধায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) ১৪ ডিসেম্বর বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মাঝে ছিল সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, হল ও আবাসিক ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় সকালে বৈশাখী চত্বর থেকে শুরু করে বধ্যভূমি ও গণকবর স্মৃতিফলক পর্যন্ত প্রভাত ফেরি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন, বাকৃবি শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টারে ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাএবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির।অনুষ্ঠানে অনন্যা মাঝে বক্তব্য রাখেন যথাক্রমে প্রফেরস ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, প্রফেসর ড. এম এ সালাম, শিক্ষক সমিতির কোষাধক্ষ্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সহকারী প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর হোসেন, এডিশনাল রেজিস্ট্রার আরীফ জাহাঙ্গীর, অফিসার পরিষদের সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান আলমগীর, মাহবুবা খাতুন স্বপ্না, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ডের সভাপতি কৃষিবিদ এফ, এম আনোয়ার হোসেন বাবু, বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী ও সাধারন সম্পাদক মিয়া মোঃ রুবেল, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও আইনুল হক তুরান।
অনুষ্ঠানে স ালকের দায়িত্ব পালন করেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান।
দুপুরে সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাশনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত/ প্রর্থনা করা এবং বিকেলে বাকৃবি ডিবেটিং সংঘ আয়োজিত বিশ্ববিদ্যালয় মুক্তমে বিতর্ক প্রতিযোগিতা

Publish Date :  15 Dec, 2019