logo Bangladesh Agricultural University (BAU)
বাকৃবি’তে “আন্তর্জাতিক নারী দিবসঃ প্রেক্ষাপট বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত “আন্তর্জাতিক নারী দিবস ঃপ্রেক্ষাপট বাংলাদেশ” শীর্ষক এক সেমিনার গত ০৯ মার্চ ২০২০ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবি মহিলা সংঘের সভানেত্রী মিসেস সেলিনা সুলতান খান, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফরিদা ইয়াসমিন বারি । অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. ইসমত আরা বেগম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. এম.এ সালাম, এডিশনাল পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াহিদা ইয়াসমিন এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস লিপি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আক্্তারুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, নারীদের ক্ষমতায়নের মাধ্যমে দেশ অভূতপূর্ব সাফল্য করেছে। তাই মেয়েদের নিয়ে আমরা গর্ব করতে পারি। সমাজে কাউকে খাটো করে দেখা যাবে না, কর্মক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে নারী নির্যাতনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  প্রফেসর  ড. হাসনীন জাহান। বক্তরা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন, ন্যায় বিচার নিশ্চিত বিশেষ করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির আহবান জানান।
 

                                                                                

Publish Date :  10 Mar, 2020