logo

Bangladesh Agricultural University (BAU)

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন ২৬-০৩-২০২২ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান স্বাধীনতা দিবস-২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাকৃবি জাতীয় দিবস উদযাপন কমিটি। এছাড়াও বিশ্ববিদ্যালয় অনুমোদিত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হয়। দিনের শুরুতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল পনে সাতটায় বাকৃবি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘মরণসাগরে’ পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠানে বাকৃবি উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাল-সবুজের পতাকা এনেদিয়ে সোনার বাংলা গড়ার যে সপ্ন দেখিয়েছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সে সপ্ন ও আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি বাকৃবি ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ময়মনসিংহবাসি সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান। দুপুরে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়া বেলা ১১টা থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়, ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ, কারিগরি পরিষদ, ৪য় শ্রেণী কর্মচারী পরিষদ, বাকৃবির অফিসার পরিষদ, মহিলা সংঘ বিভিন্ন ধরনের প্রীতি খেলাধুলার আয়োজন করে। এরপর সন্ধ্যা সাতটায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Publish Date :  25 Mar, 2023