বাকৃবিতে প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল ‘একুশে পদক’ প্রাপ্ত হওয়ায় সংবর্ধিত
বাকৃবিতে প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল ‘একুশে পদক’ প্রাপ্ত হওয়ায়
সংবর্ধিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২৯ মার্চ ২০২২ঃ বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য
ইমেরিটাস প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডল ‘একুশে পদক’ এ ভূষিত হওয়ায়
গতকাল ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার বিকাল ৪ টায় বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম
সম্মেলন ভবনে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ এর আয়োজনে
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান।
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ এরশাদুল
হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউজিসি প্রফেসর ড. এস. এম. বুলবুল,
গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর (অবঃ)
রফিকুন্নেসা আলী, এসিআই মটরস লিমিটেড এর নির্বাহী পরিচালক জনাব
সুব্রত রঞ্জন দাস।
কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের সহকারী প্রফেসর জনাব ফজলে এলাহী এবং
গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর জনাব ফাহানা তাহি তিজা
এর সঞ্চালনায় ড. এম. এ. সাত্তার মন্ডল এর কর্মজীবনের সারসংক্ষেপ উপস্থাপন করেন
কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান এবং মানপত্র পাঠ
করেন জনাব এ. এস. এম. গোলাম হাফিজ।
এছাড়াও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ইউজিসি প্রফেসর, সাবেক কো-
অর্ডিনেটর, সাবেক ছাত্র-বিষয়ক উপদেষ্টা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক,
বিভিন্ন বিভাগীয় প্রধানসহ অনেকে।
প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, প্রফেসর ড. এম. এ. সাত্তার মন্ডলের বর্ণাঢ্য
কর্মজীবনে অনেক প্রাপ্যতা রয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ
করে বাকৃবিকে গৌরবান্বিত করেছেন। বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে
এগিয়ে নিয়ে যেতে প্রফেসর মন্ডল তার জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব সময় পরামর্শ দিয়ে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত
করেন।
অনুষ্ঠানে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন প্রফেসর ড. এম. এ.
সাত্তার মন্ডল শুধুমাত্র একজন কৃষি বিজ্ঞানীই নন বরং একজন সমাজবিজ্ঞানীও বটে।
জনাব শাইখ সিরাজ প্রফেসর মন্ডলকে শিক্ষকদের জন্য একজন আদর্শ রোল মডেল
হিসেবেও ঘোষণা করেন।
.
.
Publish Date : 30 Mar, 2022